• track: Bhulona Amay [master version]
  • Tune & Artist: Rokon
  • Lyric: Rokon & Maniruzzaman Jibon
  • Composed by: Tanvir Ahmed Rossi
  • Download MP3
Bhulona Amay Lyrics


তুমি কি নিঃসঙ্গতায় বসে আছো একা?
তাকিয়ে দেখো আকাশ;পাবে আমার দেখা।
বাতাসে কান পেতে শোন;শুনতে পাবে - আমায়
বহুদূরে... অনুভবে... 


Amar Bhanga Ghorer Bhanga Chala Lyrics:

অবাক জোছনা ঢুইকা পরে হাত বাড়ায়া ডাকে
হাত ইশারায় ডাকে কিন্তু মুখে বলে না
আমার কাছে আইলেরে আমারে পাইবা না

তুমি আমায় ডাকলা নাতো তুমি রইলা দূরে
তোমার হইয়া অবাক জোছনা ডাকলো অচিন সুরে
হাত ইশারাই ডাকে কিন্তু মুখে বলে না
আমার কাছে আইলে বন্ধু আমারে পাইবা না

আমি ঘর ছাড়িয়া বাহির হইয়া
জোছনা ধরতে যাই
হাত ভর্তি চান্দের আলো
ধরতে গেলে নাই।
হাত ইশারাই ডাকে কিন্তু মুখে বলে না
আমার কাছে আইলে বন্ধু আমারে পাইবা না


 Tumi Moy (তুমি ময়) 
Singer - Tahsan Khan

Tune & Music - Sajid Sarkar
Lyric - Ador
Directed By - Mizanur Rahman Aryan
Story - Sakawat Hosaain Munna
DOP - Raju Raj

Tumi Moy Lyrics

সেই চেনা পথ ধরে আগের মত
তোমাকে চাই আরও একবার
ভালোলাগা সময় গুলো এখনো
লেগে আছে দু হাতে আমার
ভাবনার আকাশ জুড়ে
তোমায় পাওয়া পুরোটা সময়

যতটা পেয়েছি তার চেয়েও বেশি
গভীরে হ্রিদয়ে আমার
সব তুমি ময়... .

কত স্রোত ভেঙ্গেছি 
ভাস্তে ভাল তোমাকে
আবারও সেই তোমাতে খুঁজেছি আশ্রয়  [x২]

Tumi Eshechile Porshu (তুমি এসেছিলে পরশু) 
The Brotherhood Project
Pervez & Joy


তুমি এসেছিলে পরশু
কাল কেন আসনি।
তুমি কি আমায় বন্ধু
কাল ভালবাসনি।।
নদী যদি হয় রে ভরাট কানায় কানায়
হয়ে গেলে শূন্য হঠাৎ তাকে কি মানায়।
তুমি কি আমায় বন্ধু কাল মনে রাখনি,
কাল কেন আসনি
কাল ভালবাসনি।।
আকাশে ছিলনা বলে হায় চাঁদের পালকী
তুমি হেটে হেটে সন্ধ্যায় আসনি কাল কি।
তুমি কি আমায় বন্ধু কাল অভিলাষনি,
কাল কেন আসনি
কাল ভালবাসনি।।
বনে বনে পাখি ডেকে যায় আবোল-তাবোল
থেকে থেকে হাওয়া দিয়ে যায় দিয়ে যায় দোল।
তুমি কি আমায় বন্ধু একবারও ডাকনি,
কাল কেন আসনি
কাল ভালবাসনি।।


Tumi Eshechile Porshu (তুমি এসেছিলে পরশু) 
The Brotherhood Project
Pervez & Joy


তুমি এসেছিলে পরশু
কাল কেন আসনি।
তুমি কি আমায় বন্ধু
কাল ভালবাসনি।।

নদী যদি হয় রে ভরাট কানায় কানায়
হয়ে গেলে শূন্য হঠাৎ তাকে কি মানায়।
তুমি কি আমায় বন্ধু কাল মনে রাখনি,
কাল কেন আসনি
কাল ভালবাসনি।।

আকাশে ছিলনা বলে হায় চাঁদের পালকী
তুমি হেটে হেটে সন্ধ্যায় আসনি কাল কি।
তুমি কি আমায় বন্ধু কাল অভিলাষনি,
কাল কেন আসনি
কাল ভালবাসনি।।

বনে বনে পাখি ডেকে যায় আবোল-তাবোল
থেকে থেকে হাওয়া দিয়ে যায় দিয়ে যায় দোল।
তুমি কি আমায় বন্ধু একবারও ডাকনি,
কাল কেন আসনি
কাল ভালবাসনি।।





আমার যাবার বেলায় পিছু ডাকে
আমার যাবার বেলায় পিছু ডাকে।
ভোরের আল মেঘের ফাঁকে ফাঁকে
পিছু ডাকে পিছু ডাকে
আমার যাবার বেলায় পিছু ডাকে।।

বাদল প্রাতের উদাস পাখি ওঠে ডাকি
বনের গোপন শাখে শাখে পিছু ডাকে পিছু ডাকে।
আমার যাবার বেলায় পিছু ডাকে।।

ভরা নদী ছায়ার তলে
ছুটে চলে খোঁজে কাকে পিছু ডাকে।।
আমার প্রাণের ভিতর সে কে
থেকে থেকে বিদায় প্রাতের
উতলাকে পিছু ডাকে পিছু ডাকে
আমার যাবার বেলায় পিছু ডাকে।।
Powered by Blogger.